ব্যারিস্টার ফুটবল একাডেমির জার্সির স্পন্চর কররো বেঙ্গল চ্যাম্প নামের একটি আইটি ফার্ম। আজ শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জের চুনারুঘাটে গ্রীল ফায়ার রেস্টুরেন্ট একটি জাকজনক পুর্ন অনুষ্ঠানে চুক্তি নামা সই করা হয়।
এই তিন বছরের জন্য চুক্তি পত্রে সই করেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির চেয়ারম্যান ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ও আইটি ফার্মের পক্ষে ছিলেন প্রধান নির্বাহী মোহম্মদ ফাছিহ উল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সভাপতি মাজেদুল হোসেন লোবন,সাধারণ সম্পাদক কাউসার আহমেদ,সহ সভাপতি রায়হান আহমেদ, টিম ম্যানাজার সাজিদ উল হক,কোচ আজিজুল ইসলাম,বেঙ্গল চ্যাম্প আইটি ফার্মের এর প্রধান নির্বাহী মোহম্মদ ফাছিহ উল ইসলাম,একাউন্ট ম্যানাজার সৈয়দ আবু তাহের,জুনিয়র রোবটিক্স ইঞ্জিনিয়ার ইউসুফ হোসেন তাহা,এডমিন অফিসার তানফিজ চৌধুরী।
আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুনারুঘাট সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান,সৈয়দ সাইফুর রহমান মুন্না,সাংবাদিক কাজী মাহমুদুল হক সুজন, একাডেমির সাংগঠনিক সম্পাদক সম্রাট আহমেদ,জুনায়েদ আহমেদ,অর্থ সম্পাদক সোহাগ রহমান,আশিকুর রহমানসহ একাডেমির খেলোয়াড়বৃন্দ।