ব্যারিস্টার সুমন বলেন, দেশের ফুটবলে ব্যর্থ ও দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব দিয়ে উন্নয়ন করা সম্ভব নয়। জামালপুরের ইসলামপুরে প্রীতি ফুটবল ম্যাচ শেষে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এ সব কথা বলেন।
তিনি আরো বলেন, ফুটবল কতটা জনপ্রিয় খেলা তার প্রমাণ আজকের ইসলামপুরের এই মাঠ। হাজার হাজার দর্শক এসেছেন খেলা দেখতে। দেখে মনে হচ্ছে জাতীয় দলের খেলা। তাই এই খেলাকে বাঁচিয়ে রাখতে হলে ফেডারেশনের এই নেতৃত্ব ভেঙে দিতে হবে।
আজ শুক্রবার (১৯ মে) বিকেলে ইসলামপুরের গুঠাইল স্কুল মাঠে মরহুম মিয়ার উদ্দিন তালুকদার ও ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির মধ্যে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
সায়েদুল হক সুমন আরও বলেন, ব্যর্থ ও দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব দিয়ে ফুটবলকে উপরে তোলা কোনোভাবেই সম্ভব নয়। গত ২২ বছরে ফুটবল ৭৭ ধাপ নিচে নেমে গেছে, কিন্তু নেতৃত্বের কোনো পরিবর্তন হয়নি। গত ২০-৩০ বছর ধরে চুরির একটা সাম্রাজ্য গড়ে তুলেছে এই ফেডারেশন।
যতদিন পর্যন্ত ফুটবলে এই নেতৃত্ব থাকবে ততদিন পর্যন্ত ফুটবল উপরে উঠবে না। তাই এই নেতৃত্ব ভেঙে দিতে হবে। পরে ইসলামপুরে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে নিজস্ব তহবিল থেকে এক লাখ টাকা অনুদানের ঘোষণা দেন ব্যারিস্টার সুমন।
উল্লেখ্য, খেলায় মরহুম মিয়ার উদ্দিন তালুকদার একাডেমির কাছে ২-১ গোলে হেরে যায় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি।
জামালপুর প্রতিনিধি 










