বাহুবল উপজেলার মিরপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ৬ এপ্রিল বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমার নেতৃত্বে উপজেলার মিরপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন(২০০৯) এর বিভিন্ন ধারায় মিরপুর বাজারে প্রতিষ্ঠিত কুটুম বাড়ি রেস্টুরেন্টকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
পরবর্তীতে সঠিক কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় সড়ক পরিবহন আইন(১০১৮) এর বিভিন্ন ধারায় উপজেলার আলাপুর গ্রামের কুহিনূর মিয়া(৩৫) নামে এক সিএনজি চালককে হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আলী সহ বিভিন্ন কর্মচারী।
পরবর্তীতে মিরপুর মাছ হাজার ও সবজি মনিটরিং করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা।
ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন বাহুবল মডেল থানার এস আই আশীষ তালুকদার সহ একদল পুলিশ।