তাহসিন মুনতাহা (মুন) চলতি এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বাংলাদেশ বিমানবাহিনী পরিচালিত বিএএফ শাহিন স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী।
এর আগে একই স্কুল থেকে ২০২০ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং ২০১৭ সালে জেএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ অর্জন করেছিল।
মুনতাহা কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের কটারকোনা গ্রামের অবসরপ্রাপ্ত হেলথ ইন্সপেক্টর মোঃ রফিকুর রহমানের কন্যা এবং হবিগঞ্জের সাংবাদিক কামরুল হাসানের ভাগনী। সে লেখাপড়া করে ভবিষ্যতে ভালো মানুষ ও চিকিৎসক হতে চায়। এজন্য সকলের নিকট দোয়া চেয়েছে।