শায়েস্তাগঞ্জ উপজেলার ৮নং শায়েস্তাগঞ্জ ইউনিয়নের সংরক্ষিত ১,২ও ৩ ওয়ার্ডের মহিলা মেম্বার আয়েশা আক্তার লাকীসহ তিনজন কে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) জমি সংক্রান্ত বিরোধে মারামারি মামলায় ভোর রাতে উপজেলার চরহামুয়া গ্রামের নিজ বাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অন্য দুইজন হলেন- লাকী মেম্বারের স্বামী নানু মিয়া ও মেয়ে নিতু।
শায়েস্তাগঞ্জ থানার এসআই কবির জানান- লাকী মেম্বারের ভাসুর সাদত আলী ও ঝা খুদেজা খাতুনের সাথে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে লাকী মেম্বারের সাথে মারামারি হলে উভয়ে মামলা দায়ের করেন। এক পর্যায়ে আদালত থেকে লাকী মেম্বারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে পুলিশ তাদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।