বাহুবলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাওলানা মোঃ কামরুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তার বাড়ী উপজেলার মিরপুর ইউনিয়নের বারআউলিয়া গ্রামের মাওলানা ফজলুল রহমানের ছেলে। পাচ ভাই বোনের মধ্যে কামরুল ইসলাম ছিল দ্বিতীয়। তার মৃত্যু যেন কোন ভাবেই মেনে নিতে পারছেন না তার পিতা,মাতা, স্ত্রী। তার মৃত্যুতে তারা বাকরূদ্ধ। তাছাড়া তার রয়েছে দুটি সন্তান।
ঘটনাটি ঘটেছে রোববার দুপুর উপজেলার মিরপুর ইউনিয়নের মহাশয় বাজার এলাকায়।
পারিবারিক সুত্র জানায়, মাওলানা মোঃ কামরুল ইসলাম দীর্ঘদিন যাবত ব্যবসার পাশাপাশি ইলেকট্রিশিয়ানের কাজ করে আসছিলেন। গতকাল রোববার সকালে মহাশয় বাজার এলাকার নোয়াগাঁও গ্রামের আব্দুল কাইয়ুম এর বাড়িতে ওয়ারিং এর কাজ করতে যান। সেখানে কাজ চলাকালীন অবস্থায় দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। এসময় স্থানীয় লোকজন উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিকালে কবর খোঁড়ার কাজ শেষ করে তার দাপন কাপনের ব্যবস্তা করলেো আইনী জটিলতায় তা সম্ভব হয়নি। এ রিপোর্ট লেখা পযন্ত মৃতদেহটি বাহুবল থানা পুলিশের হেপাজতে রয়েছে। বিষয়টি নিশ্চিত করে মিরপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ কদ্দুস আলী জানান, মৃতদেহটি আইনী প্রক্রিয়া শেষ করে বাড়ীতে নেয়া হবে।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।