চুনারুঘাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯২তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে চুনারুঘাট উপজেলা প্রশাসন, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগ, চুনারুঘাট পৌর আওয়ামীলীগ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে। গতকাল (৭আগষ্ট) সোমবার বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯২তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন-উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক পিপি এডভোকেট আকবর হুসেইন জিতু, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ এম আলী আশরাফ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলী, সহ-সভাপতি সৈয়দ মোদাব্বির আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মহালদার, সাধারণ সম্পাদক আবুল খায়ের, দেওরগাছ ইউপি চেয়ারম্যান রুমন ফরাজী, রাণীগাঁও ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, চুনারুঘাট প্রেসকাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুজিত দেব, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহজাহান সামী প্রমুখ। সভায় দিবসটি উপলক্ষে আয়োজিত দুস্থ ও দরিদ্র মহিলাদের সেলাই মেশিন প্রদান এবং আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে দুস্থদের মাঝে তা তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯২তম জন্মবার্ষিকী পালন
- মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট:
- আপডেট সময় ০৫:১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২
- ১৫৪ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ