চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের পশ্চিম ডুলনা ও গনকিরপাড় গ্রামের মধ্যে স্থানের নালার ওপর রবিউল সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মাহবুব আলী এমপি। গত (২৩ জুলাই) শনিবার সকালে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে ও চুনারুঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল হাই প্রিন্সেস সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রতি মন্ত্রী আলহাজ্ব এডভোকেট মাহবুব আলী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, সিনিয়র সহকারী পুলিশ সুপার মুরাদ আলি চুনারুঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন,ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালাদার চুনারুঘাট পৌরসভার মেয়র রুবেল গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির খান, গাজীপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, আহমদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আলাউদ্দিন প্রমুখ। উপস্থিত ছিলেন , চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী আশরাফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সজল দাশ, আঃ সামাদ মাস্টার, দপ্তর সম্পাদক সাংবাদিক আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহজাহান সামি, সাধারণ সম্পাদক শাহীন তালুকদার, আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান জাকির হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগ নেতা হাছন আলী মেম্বার, নির্মল চন্দ্র দেব, মালেক মেম্বার চুনারুঘাট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। গাজীপুর ইউনিয়নের আওয়ামীলীগের সহ সভাপতি ও চন্দ্র মল্লিকা হাইস্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি উছমান গনি কাজল। জালাল উদ্দিন খান,যুবলীগ নেতা রফিক মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আহাদ আলী ছাত্রলীগ নেতা সুহেল আহম্মদ ,যুবলীগ নেতা রুবেল আহমেদ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।