নবীগঞ্জ পৌরসভায় বন্যায় কবলিত পৌরসভার ১৫ টি আশ্রয় কেন্দ্রে মাথাপিছু ২ শত টাকা করে ৫ লক্ষ টাকা বিতরণ করেন নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী। গতকাল সোমবার দিনব্যাপী নবীগঞ্জ পৌরসভার কানাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,গয়াহরি প্রাথমিক বিদ্যালয়,রাজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়,নবীগঞ্জ সরকারি জে,কে মডেল হাই স্কুল, হীরা মিয়া গালস হাই স্কুল,চরগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়,পূর্ব তিমিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নহরপুর দাখিল মাদ্রাসা,শিবপাশা প্রাথমিক বিদ্যালয়,তিমিরপুর দারুল হিকমা মাদ্রাসা, গঞ্জা সরকারি প্রাথমিক বিদ্যালয়,নবীগঞ্জ সরকারি কলেজ,বঙ্গবন্ধু একাডেমিসহ ১৫ টি আশ্রয় কেন্দ্রে নগদ অর্থ বিতরণ করেন। পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী নগদ অর্থ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ জায়েদ চৌধুরী, প্যানেল মেয়র-৩ ফারজানা মিলন পারুল, কাউন্সিলর যুবরাজ গোপ,জাকির হোসেন,ফজল আহমদ চৌধুরী, কবির মিয়া, সাংবাদিক আনোয়ার হোসেন মিঠু, এটিএম সালাম, মোঃ আলমগীর মিয়া, সায়েল আহমদ প্রিন্স,মোঃ হাসান চৌধুরী, সাগর মিয়া,পৌর পরিষদের প্রধান সহকারী সরাজ মিয়া, উপ-সহকারী অরুণ কুমার দাশ,স্যানিটারী ইন্সপেক্টর সুকেশ চক্রবর্তী,সুপার ভাইজার এলেমান চৌধুরী, মুসা আহমদসহ পৌর পরিষদের কর্মকর্তা কমচারী বৃন্দ।নগদ অর্থ বিতরণকালে মেয়র বলেন, সরকারি ৮টন চালসহ পৌরসভার তহবিল থেকে নগদ অর্থসহ চাল, খাবার,রোগ প্রতিরোধের ঔষধসহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। তিনি প্রবাসীসহ শহরের ধনাট্য বিত্তবানদের বানবাসী পানিবন্দি লোকজনের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ পৌরসভায় বন্যায় আশ্রয় কেন্দ্র গুলোতে নগদ অর্থ বিতরণ
- নবীগঞ্জ প্রতিনিধিঃ
- আপডেট সময় ০৬:৪৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২
- ১৬৬ বার পড়া হয়েছে
ট্যাগস :