ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন অল্টারনেটিভ মেডিকেল কেয়ার (এএমসি) কার্যক্রম বিষয়ক এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে ইউনানী, আয়ূর্বেদিক ও হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজানোর বিষয়ে আলোকপাত করা হয়।আজ সোমবার (১৩জুন) সকাল ১০টায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালীস্থ আইইডিসিআর এর মিলনায়তনে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অল্টারনেটিভ মেডিকেল কেয়ার এর লাইন ডাইরেক্টর ডাঃ মোঃ আবু জাহের।
প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ আহমেদুল কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাঃ মোঃ হাবিবুর রহমান, ডাঃ মাহফুজুর রহমান, ডাঃ মোঃ নাদিরুল আজিজ। এ সময় উপস্থিত ছিলেন ডাঃ আবু বক্কর সিদ্দিক, ডাঃ এ এইচ এমন কামরুজ্জামান ও ডাঃ মঈন উদ্দিন আহমেদ মামুন।
বক্তারা বলেন, পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত ইউনানী, আছে আয়ূবের্দিক ও হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা সারা বিশ্ব সর্ব স্বীকৃত। আমাদের দেশে চনমান চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি বিকল্প চিকিৎসাসেবার মাধ্যমেই সহজে আরেগ্য লাভ করা যায়।