বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট হবিগঞ্জ জেলা পর্যায়ে তারা চুনারুঘাট উপজেলা চ্যাম্পিয়ন হওয়ায় তাদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার যৌথ উদ্যেগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার আলী কোষাধ্যক্ষ আব্দুল হান্নান কাউন্সিলর, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক কাজী মাহমুদুল হক সুজন ও রেপারী মোঃ আঃ রহমান।
উল্লেখ্য গত মঙ্গলবার হবিগঞ্জ জেলা স্টেডিয়ামে খেলায় বানিয়াচুং উপজেলাকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চুনারুঘাট উপজেলা বালিকা দল।