বাহুবলের সাটিয়াজুরী রেল স্টেশনের চলমান উন্নয়ন কাজে অনিয়ম ও নিম্ন মানের হওয়ায় প্লাটফর্মের কাজ ভেঙে দিয়েছে বাংলাদেশ রেলওয়ের প্রকৌশলী বিভাগ।
রেল স্টেশন প্লাটফর্ম ইটসহ মালামালে নিম্ন মানের এ নিয়ে গত কয়েকদিন ফেইসবুকে পোস্ট হলে স্থানীয় সংসদ সদস্যসহ রেল কর্তৃপক্ষ আমলে বিষয় টি আমনে নেন।
গতকাল রবিবার দুপুরে রেলওয়ে সিলেট শেসনের উপসহকারী প্রকৌশলী (পূর্ত বিভাগ) জুয়েল আহমেদ আকস্মিক কাজ পরিদর্শনে এসে প্লাটফর্মে নিম্ন মানের কাজ দেখতে পান।
তাৎক্ষণিক শ্রমিক নিয়ে নিজেই নেমে পরেন ভাঙ্গনে। ইটের গুনগত মান ভাল না হওয়ায় এব্ং সিমেন্ট কম দেয়ায় প্লাটফর্মের গাইট ওয়াল সম্পূর্ণ ভেঙ্গে ফেলেন।
এ ব্যাপারে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে উপসহকারী প্রকৌশলী (পূর্ত বিভাগ) জুয়েল আহমেদ সত্যতা নিশ্চিত করে জানান ইটের গুনগত মান নিম্ন মানের হওয়ায় আমি নিজে ইটভাটায় গিয়ে ভাল ইট ক্রয় করে দিয়ে নির্দেশ দিয়েছি যাতে সিডিউননুযায়ী কাজ করানো হয়।কোন ভাবেই নিম্ন মানের কাজ করানো যাবে না।
স্থানীয় সংসদ সদস্য দেওয়ান শাহনেওয়াজ মিলাদ গাজী বলেন সাটিয়াজুরী রেল ষ্টেশন উন্নয়ন কাজ করাতে আমার গাম ঝরাতে হয়েছে। এলকার মানুষের দাবী সাটিয়াজুরী ষ্টেশনটি বাস্তবায়ন হউক। এ কাজে কেউ দুই নাম্বারি কিংবা নিম্ন মানের কাজ করানো হলে কোন ভাবেই ছাড় দেয়া হবে না বলে তিনি জানান।