নবীগঞ্জে প্রেমের টানে হিন্দু সম্প্রদায়ের চাচাতো ভাই বোনের পলায়নের অভিযোগ পাওয়া গেছে। গত ১৪ মে রাতে শনিবার উপজেলার বাউশা ইউনিয়নের বাউশা গ্রামে নিজ গৃহ থেকে তারা পালিয়ে যায় । এ নিয়ে এলাকায় সমালোচনার ঝড় বইছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাউশা ইউনিয়নের বাউশা গ্রামের সুকাই সূত্র ধরের ছেলে সুবিনয় সূত্রধর ও অরুন সূত্রধর (ঝটাই) এর মেয়ে জলি সূত্রধর প্রেমের টানে একে অপরের হাত ধরে বাড়ি থেকে পলায়ন করে। একে অপরের সাথে রক্তের সম্পর্ক তারা একে অপরের চাচাতো ভাই বোন। রক্তের লোকজনের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়া পাপ বলে মনে করেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। কয়েক দিন পূর্বে প্রেমিক যুগল কোর্টে মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
বিয়ের বিষয়টি তাদের পরিবারের লোকজন জানতে পেরে গ্রাম্য মুরুব্বিদের বিষয়টি মেয়ের বাবা অবগত করেন। গ্রাম্য মুরুব্বিয়ান ২ দিনের ভিতরে বিষয়টি নিষ্পত্তি করবেন বলে আশ্বাস দেন। ২ দিন অতিবাহিত হওয়ায় মেয়ের বাবা নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর সম্রাট জানান, প্রেমের টানে প্রেমিক যুগল বাড়ীতে চলে গেছে খবর পেয়েছি তারা নাকি বিবাহ করে ফেলেছে।