চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ। দীর্ঘ প্রায় ৭ বছর পর চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করে। গতকাল (২৮ এপ্রিল) বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খাঁন জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর স্বাক্ষরিত আংশিক কমিটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করেন।
নির্বাচিত কমিটিতে উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক
শাহজাহান সামীকে সভাপতি ও কলেজ ছাত্রলীগ নেতা সায়েম তালুকদারকে সাধারণ সম্পাদক করা হয় ।
শাহাজাহান সামী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়কের দায়িত্বে ছিলেন দীর্ঘদিন এবং সায়েম তালুকদার চুনারুঘাট সরকারি কলেজে শাখা ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী ছিলেন।
প্রসঙ্গ, ৭ বছর পূর্বে চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি ঘোষণা করে হবিগঞ্জ জেলা ছাত্রলীগ। এরপর দীর্ঘ ৭ বছর অতিবাহিত হলেও পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিতে পারি নি জেলা ছাত্রলীগ।