বানিয়াচং উপজেলা পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (২৬ এপ্রিল) ২৪ রমজান মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন এডিশনাল এএসপি (প্রশাসন) শৈলেন চাকমা,উইএনও পদ্মাসন সিংহ, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার, অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন, ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ শামসুল হক,ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিপুল ভূষণ রায়, বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান, বীর মুক্তিযোদ্ধা শেখ নমির আলী,ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহাদ মিয়া,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি রেখাছ মিয়া,সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন,বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, ছাত্রলীগের সভাপতি মাহমুদ হোসেন খান মামুন, সাধারণ সম্পাদক সাইম হাসান পুলক প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাবেক ছাত্রনেতা,শিক্ষক,প্রশাসনিক কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ইফতার পূর্বে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।