হবিগঞ্জ ০৬:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সাতছড়ি জাতীয় উদ্যানের দামী সেগুন গাছ চুরি Logo চুনারুঘাটে দোকানের কর্মচারীকে মারধর ও লুটপাট: মামলা Logo ইসলামী আন্দোলনের মিরাশী ইউনিয়নের ৭নং ওয়ার্ড শাখার সম্মেলন ও ঈদ পুনর্মিলনী Logo যুবলীগ নেতা ভূমিখেকো নাসিরের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ Logo চুনারুঘাট উপজেলা ছাত্র জমিয়তের কর্মী সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন Logo ঈদ শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ, ভিড় বাস-ট্রেন-লঞ্চে Logo শেকড় সামাজিক সংগঠনের উদ্যোগে ৩শ’ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ Logo হবিগঞ্জে বিআরটিএ অভিযানে ৬ যানবাহন চালকে জরিমানা Logo ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মিরাশী ইউনিয়ন শাখার উদ্যোগে ঈদ পূণর্মিলনী Logo ঈদযাত্রায় মহাসড়কে পুলিশের টহল জোরদার, সিলেটবাসীর নির্বিঘ্ন ঘরে ফেরা

ঈদযাত্রায় মহাসড়কে পুলিশের টহল জোরদার, সিলেটবাসীর নির্বিঘ্ন ঘরে ফেরা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চলে যাত্রাপথে ভোগান্তির খবর থাকলেও, হবিগঞ্জের মাধবপুর থেকে শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ হয়ে বড়চর বাজার পর্যন্ত ৫৬ কিলোমিটার ঢাকা-সিলেট মহাসড়কসহ সিলেটবাসীর ঈদযাত্রা ছিল স্বস্তিদায়ক ও নিরাপদ।

ঢাকা-সিলেট মহাসড়কে চলমান ছয় লেন উন্নয়ন কাজের কারণে কিছুটা বেহাল অবস্থা বিরাজ করলেও, হাইওয়ে পুলিশ সিলেট রিজিওনের সদস্যদের নিরলস পরিশ্রম, উর্ধ্বতন কর্মকর্তাদের তদারকি এবং পরিবহন মালিক-শ্রমিকদের সচেতনতায় যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পেরেছেন।

হাইওয়ে পুলিশ সিলেট রিজিওনের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গত দেড় মাস ধরে মহাসড়ক সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে একাধিক বৈঠক ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

পরিবহন মালিক-শ্রমিকদের সাথে আলোচনা করে মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা হয়েছে। হাইওয়ে পুলিশের প্রতিটি সদস্য নির্ঘুমভাবে মহাসড়কে দায়িত্ব পালন করেছেন।

তিনি আরও জানান, এবারের ঈদে সিলেট অঞ্চলে কোনো পশুবাহী ট্রাক ছিনতাই হয়নি এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যায়নি। এছাড়া, বড় ধরনের কোনো দুর্ঘটনা বা দীর্ঘ যানজটের খবরও পাওয়া যায়নি।

বাস মালিক সমিতির নেতা ছায়েদ আলী বলেন, “হাইওয়ে পুলিশের সহযোগিতায় আমরা যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে পেরেছি। ট্রাক মালিক সমিতির নেতা মোঃ রফিকুল ইসলাম জানান, “পরিবহন শ্রমিকদের সচেতনতা এবং পুলিশের তৎপরতায় এবারের ঈদযাত্রা ছিল নির্বিঘ্ন।

ঢাকা থেকে আগত যাত্রী সাইফুল ও শায়লা জানান, সিলেট অঞ্চলে এবারের ঈদযাত্রা ছিল স্বস্তিদায়ক ও নিরাপদ। তারা হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, সিলেট মেট্রোপলিটন পুলিশ, পরিবহন মালিক-শ্রমিক এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে ধন্যবাদ জানান।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এ টি এম মাহমুদুল হক জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে, এক মাস পূর্বেই, মাধবপুর হইতে বড়চর বাজার পর্যন্ত হাইওয়ে এলাকার আওতাধীন ৫৬ কিলোমিটার ঢাকা-সিলেট মহাসড়কে যানজট নিরসন, চুরি, ডাকাতি, ছিনতাই রোধকল্পে প্রতিদিন তিনটি টহল পার্টি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এবারের ঈদ যাত্রা স্বস্তি ও নিরাপদে ঘরমুখী মানুষ নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে পারে—এই আমাদের প্রত্যাশা।

চুনারুঘাট থানার ওসি নুর আলম বলেন, ঈদুল আজহা উপলক্ষে শৃঙ্খলা ও ছিনতাই রোধে হাইওয়ে পুলিশের পাশাপাশি আমরাও আঞ্চলিক মহাসড়কে টহল জোরদার করেছি।

সংশ্লিষ্ট সকল পক্ষের সম্মিলিত প্রচেষ্টায় এবারের ঈদযাত্রা সিলেটবাসীর জন্য ছিল নিরাপদ ও স্বস্তিদায়ক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

সাতছড়ি জাতীয় উদ্যানের দামী সেগুন গাছ চুরি

ঈদযাত্রায় মহাসড়কে পুলিশের টহল জোরদার, সিলেটবাসীর নির্বিঘ্ন ঘরে ফেরা

আপডেট সময় ০৫:৩৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চলে যাত্রাপথে ভোগান্তির খবর থাকলেও, হবিগঞ্জের মাধবপুর থেকে শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ হয়ে বড়চর বাজার পর্যন্ত ৫৬ কিলোমিটার ঢাকা-সিলেট মহাসড়কসহ সিলেটবাসীর ঈদযাত্রা ছিল স্বস্তিদায়ক ও নিরাপদ।

ঢাকা-সিলেট মহাসড়কে চলমান ছয় লেন উন্নয়ন কাজের কারণে কিছুটা বেহাল অবস্থা বিরাজ করলেও, হাইওয়ে পুলিশ সিলেট রিজিওনের সদস্যদের নিরলস পরিশ্রম, উর্ধ্বতন কর্মকর্তাদের তদারকি এবং পরিবহন মালিক-শ্রমিকদের সচেতনতায় যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পেরেছেন।

হাইওয়ে পুলিশ সিলেট রিজিওনের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গত দেড় মাস ধরে মহাসড়ক সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে একাধিক বৈঠক ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

পরিবহন মালিক-শ্রমিকদের সাথে আলোচনা করে মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা হয়েছে। হাইওয়ে পুলিশের প্রতিটি সদস্য নির্ঘুমভাবে মহাসড়কে দায়িত্ব পালন করেছেন।

তিনি আরও জানান, এবারের ঈদে সিলেট অঞ্চলে কোনো পশুবাহী ট্রাক ছিনতাই হয়নি এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যায়নি। এছাড়া, বড় ধরনের কোনো দুর্ঘটনা বা দীর্ঘ যানজটের খবরও পাওয়া যায়নি।

বাস মালিক সমিতির নেতা ছায়েদ আলী বলেন, “হাইওয়ে পুলিশের সহযোগিতায় আমরা যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে পেরেছি। ট্রাক মালিক সমিতির নেতা মোঃ রফিকুল ইসলাম জানান, “পরিবহন শ্রমিকদের সচেতনতা এবং পুলিশের তৎপরতায় এবারের ঈদযাত্রা ছিল নির্বিঘ্ন।

ঢাকা থেকে আগত যাত্রী সাইফুল ও শায়লা জানান, সিলেট অঞ্চলে এবারের ঈদযাত্রা ছিল স্বস্তিদায়ক ও নিরাপদ। তারা হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, সিলেট মেট্রোপলিটন পুলিশ, পরিবহন মালিক-শ্রমিক এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে ধন্যবাদ জানান।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এ টি এম মাহমুদুল হক জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে, এক মাস পূর্বেই, মাধবপুর হইতে বড়চর বাজার পর্যন্ত হাইওয়ে এলাকার আওতাধীন ৫৬ কিলোমিটার ঢাকা-সিলেট মহাসড়কে যানজট নিরসন, চুরি, ডাকাতি, ছিনতাই রোধকল্পে প্রতিদিন তিনটি টহল পার্টি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এবারের ঈদ যাত্রা স্বস্তি ও নিরাপদে ঘরমুখী মানুষ নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে পারে—এই আমাদের প্রত্যাশা।

চুনারুঘাট থানার ওসি নুর আলম বলেন, ঈদুল আজহা উপলক্ষে শৃঙ্খলা ও ছিনতাই রোধে হাইওয়ে পুলিশের পাশাপাশি আমরাও আঞ্চলিক মহাসড়কে টহল জোরদার করেছি।

সংশ্লিষ্ট সকল পক্ষের সম্মিলিত প্রচেষ্টায় এবারের ঈদযাত্রা সিলেটবাসীর জন্য ছিল নিরাপদ ও স্বস্তিদায়ক।