হবিগঞ্জ ০৮:০২ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে কৃষি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে যুবকের অর্থদণ্ড Logo চুনারুঘাটে ন্যাশনাল ট্রাভেলস্ ও আশরাফ ট্রাভেলস এন্ড ট্যুরসের উদ্যোগে পবিত্র হজ্ব সেমিনার Logo চুনারুঘাটে ৮ম শ্রেণির ছাত্রকে মারপিট করে বাইসাইকেল ছিনতাই করে একদল কিশোর গ্যাংক Logo সৃষ্টি নাকি ধ্বংস : শিক্ষাঙ্গন যাচ্ছে কোন পথে?  Logo হবিগঞ্জে ক্রীড়া উপদেষ্টার কাছে স্মারকলিপি সারাদেশ ও হবিগঞ্জে খেলার মাঠ দখলমুক্ত-সুরক্ষার দাবি ক্রিকেটারদের Logo মাধবপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাশকতা মামলায় আসামী হলেন ৬ সাংবাদিক! Logo দৈনিক আমাদের দেশ পাঠক ফোরামের পক্ষে নির্বাসিত সাংবাদিক অলিউল্লাহ নোমান কে সংবর্ধনা Logo সাংবাদিকতায় যদি সফলতা চান, তাহলে দিন শেষে ভাবেন-সিনিয়র সাংবাদিক আলমগীর হোসেন Logo গণবিপ্লবের মাধ্যমে আমরা মুক্ত হয়েছি- নির্বাসিত সাংবাদিক অলিউল্লাহ নোমান Logo সহকারি শিক্ষিকা সেলিনা আক্তার মাধবপুর উপজেলা শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত

হঠাৎ দেখা…এডিশনাল এসপি এসএম রাজু আহমেদ

হঠাৎ দেখা

এডিশনাল এসপি, এসএম রাজু আহমেদ..

তুমি!!! কেমন আছ?
এইতো, চলে যাচ্ছে দিন। তুমি?
আজ আকাশ টা অনেক সুন্দর, তাই না?
আমার এখানে কালো মেঘে ছেয়ে আছে।
কি বৈপরীত্য, একই আকাশ!!!
তোমার কথা বলো। আজ হঠাৎ??
হুম, এ’পথেই যাচ্ছিলাম, ভাবলাম…
মনে পড়ে বুঝি, মাঝে মাঝে??
তোমার? তোমার পড়ে না??
বাদ দাও। কি খাবে বলো? চা নাকি কফি??
ওসব এখন খাই না। সুগার…
তুমি না মিষ্টি পছন্দ করো খুব?
পছন্দের জিনিস কি সবসময় মেলে??
তুমি তো তাই মিলিয়ে নাও সবসময়।
তাই কি?? তুমি কি সুখ খোঁজ নি??
আর সুখ!! কে যে কি খোঁজে??
চশমাটা সুন্দর। ফ্যাশন নাকি প্রয়োজন?
তোমার চোখের নীচে কালি, ঘুমাওনা বুঝি?
বয়সতো কম না! শরীর কি কথা শোনে?
এখনো কি অবসরে গান শোনা হয়?
তোমার ক্যাসেটগুলো এখনো আছে, রেখে দিয়েছি যতন‌ করে।
কবিতা লেখ? নাকি ক্যারিয়ার নিয়ে আছ?
পাখির ডাক আমাকে উদ্বেল করেনা।
বৈরাগ্য?? নাকি জাগতিকতা?
নীল রং কি এখনো টানে তোমাকে?
নিত্য সঙ্গী বেদনাও আমাকে ভয় পায়।
সমুদ্র দেখা হলো না আর কিম্বা পাহাড়!
তোমার তো শুভাকাঙ্ক্ষীর অভাব নেই।
পাশাপাশি চলার মানুষ কোথায়?
কেন? পাখির কূজন তোমার চারপাশ।
কোকিলটা যে আর ডাকে না!!
হুম!! তো-ভালো থেক সবসময়।
ওহ্হো, তোমার তো তাড়া আছে, যাই?
যাবে?? আবার কি দেখা হবে??
মৃত বীজে বৃক্ষ হয়? ভালো থেক। যাই।
যত্ন নিও- নিজের। কামনা অহর্নিশ।
যাই, আকাশে মেঘ, বৃষ্টি হবে।

লেখক-

এসএম রাজু আহমেদ।

অতিরিক্ত পুলিশ সুপার,

খুলনা জেলা পুলিশ।

দিঘলিয়া, খুলনা
১৯/০৪/২২

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চারিপাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে কৃষি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে যুবকের অর্থদণ্ড

হঠাৎ দেখা…এডিশনাল এসপি এসএম রাজু আহমেদ

আপডেট সময় ১২:০৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২

হঠাৎ দেখা

এডিশনাল এসপি, এসএম রাজু আহমেদ..

তুমি!!! কেমন আছ?
এইতো, চলে যাচ্ছে দিন। তুমি?
আজ আকাশ টা অনেক সুন্দর, তাই না?
আমার এখানে কালো মেঘে ছেয়ে আছে।
কি বৈপরীত্য, একই আকাশ!!!
তোমার কথা বলো। আজ হঠাৎ??
হুম, এ’পথেই যাচ্ছিলাম, ভাবলাম…
মনে পড়ে বুঝি, মাঝে মাঝে??
তোমার? তোমার পড়ে না??
বাদ দাও। কি খাবে বলো? চা নাকি কফি??
ওসব এখন খাই না। সুগার…
তুমি না মিষ্টি পছন্দ করো খুব?
পছন্দের জিনিস কি সবসময় মেলে??
তুমি তো তাই মিলিয়ে নাও সবসময়।
তাই কি?? তুমি কি সুখ খোঁজ নি??
আর সুখ!! কে যে কি খোঁজে??
চশমাটা সুন্দর। ফ্যাশন নাকি প্রয়োজন?
তোমার চোখের নীচে কালি, ঘুমাওনা বুঝি?
বয়সতো কম না! শরীর কি কথা শোনে?
এখনো কি অবসরে গান শোনা হয়?
তোমার ক্যাসেটগুলো এখনো আছে, রেখে দিয়েছি যতন‌ করে।
কবিতা লেখ? নাকি ক্যারিয়ার নিয়ে আছ?
পাখির ডাক আমাকে উদ্বেল করেনা।
বৈরাগ্য?? নাকি জাগতিকতা?
নীল রং কি এখনো টানে তোমাকে?
নিত্য সঙ্গী বেদনাও আমাকে ভয় পায়।
সমুদ্র দেখা হলো না আর কিম্বা পাহাড়!
তোমার তো শুভাকাঙ্ক্ষীর অভাব নেই।
পাশাপাশি চলার মানুষ কোথায়?
কেন? পাখির কূজন তোমার চারপাশ।
কোকিলটা যে আর ডাকে না!!
হুম!! তো-ভালো থেক সবসময়।
ওহ্হো, তোমার তো তাড়া আছে, যাই?
যাবে?? আবার কি দেখা হবে??
মৃত বীজে বৃক্ষ হয়? ভালো থেক। যাই।
যত্ন নিও- নিজের। কামনা অহর্নিশ।
যাই, আকাশে মেঘ, বৃষ্টি হবে।

লেখক-

এসএম রাজু আহমেদ।

অতিরিক্ত পুলিশ সুপার,

খুলনা জেলা পুলিশ।

দিঘলিয়া, খুলনা
১৯/০৪/২২