হঠাৎ দেখা
এডিশনাল এসপি, এসএম রাজু আহমেদ..
তুমি!!! কেমন আছ?
এইতো, চলে যাচ্ছে দিন। তুমি?
আজ আকাশ টা অনেক সুন্দর, তাই না?
আমার এখানে কালো মেঘে ছেয়ে আছে।
কি বৈপরীত্য, একই আকাশ!!!
তোমার কথা বলো। আজ হঠাৎ??
হুম, এ’পথেই যাচ্ছিলাম, ভাবলাম…
মনে পড়ে বুঝি, মাঝে মাঝে??
তোমার? তোমার পড়ে না??
বাদ দাও। কি খাবে বলো? চা নাকি কফি??
ওসব এখন খাই না। সুগার…
তুমি না মিষ্টি পছন্দ করো খুব?
পছন্দের জিনিস কি সবসময় মেলে??
তুমি তো তাই মিলিয়ে নাও সবসময়।
তাই কি?? তুমি কি সুখ খোঁজ নি??
আর সুখ!! কে যে কি খোঁজে??
চশমাটা সুন্দর। ফ্যাশন নাকি প্রয়োজন?
তোমার চোখের নীচে কালি, ঘুমাওনা বুঝি?
বয়সতো কম না! শরীর কি কথা শোনে?
এখনো কি অবসরে গান শোনা হয়?
তোমার ক্যাসেটগুলো এখনো আছে, রেখে দিয়েছি যতন করে।
কবিতা লেখ? নাকি ক্যারিয়ার নিয়ে আছ?
পাখির ডাক আমাকে উদ্বেল করেনা।
বৈরাগ্য?? নাকি জাগতিকতা?
নীল রং কি এখনো টানে তোমাকে?
নিত্য সঙ্গী বেদনাও আমাকে ভয় পায়।
সমুদ্র দেখা হলো না আর কিম্বা পাহাড়!
তোমার তো শুভাকাঙ্ক্ষীর অভাব নেই।
পাশাপাশি চলার মানুষ কোথায়?
কেন? পাখির কূজন তোমার চারপাশ।
কোকিলটা যে আর ডাকে না!!
হুম!! তো-ভালো থেক সবসময়।
ওহ্হো, তোমার তো তাড়া আছে, যাই?
যাবে?? আবার কি দেখা হবে??
মৃত বীজে বৃক্ষ হয়? ভালো থেক। যাই।
যত্ন নিও- নিজের। কামনা অহর্নিশ।
যাই, আকাশে মেঘ, বৃষ্টি হবে।
লেখক-
এসএম রাজু আহমেদ।
অতিরিক্ত পুলিশ সুপার,
খুলনা জেলা পুলিশ।
দিঘলিয়া, খুলনা
১৯/০৪/২২