বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপির আহবানে সারা দিয়ে এবার হবিগঞ্জে সরকারি যাকাত ফান্ডে অনেকেই টাকা প্রদান করছেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ সরকারী যাকাত ফান্ডে ৫০ হাজার টাকা প্রদান করেছেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মিন্টু চৌধুরীর কাছে এই টাকা তুলে দেন চেম্বার প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম। এ সময় উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান,চেম্বার এর জুনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মফিজুর রহমান বাচ্চু, পরিচালক আব্দুর রহমান, সচিব মোঃ আরজু মিয়া তালুকদার।
চেম্বার প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম যাকাত ফান্ডে আরও অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন এবং অন্যান্য ব্যবসায়ীদেরকে উদ্বুদ্ধ করতে কাজ করবেন বলে জানান।
প্রসঙ্গত, গত ১৪ এপ্রিল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দারিদ্র বিমোচনে যাকাত শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি সরকারী ফান্ডে যাকাত আদায়ের মাধ্যমে দক্ষ ব্যবস্থাপনায় দরিদ্রদের কল্যাণে কাজ করার আহবান জানান। পরে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন সরকারী ফান্ডে যাকাতা আদায়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করেন।
ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান জানান, গত বছর হবিগঞ্জ জেলায় ৮লক্ষ টাকা সরকারী ফান্ডে যাকাত এর টাকা পাওয়া যায়। এবছর আমাদের লক্ষ্যমাত্রা ১৮ লক্ষ টাকা। চেম্বার ছাড়াও একজন ব্যাক্তি উদ্যোগে কিছু টাকা প্রদান করেছেন। আমরা সবাইকে উদ্বুদ্ধ করছি যাতে করে সরকারী ফান্ডে আরও বেশী যাকাতের টাকা আদায় করা সম্ভব হয়।