ক্ষমিয় মা!!
ক্ষমা করে দিও আমায়, হে পৃথিবী।
দিয়েছ অনেক, না চাইতেই,
বিনিময়ে কিছুই পারিনি দিতে।
জন্ম থেকেই নিয়েছি শুধু,
তারপরও দম্ভভরে চলি- অকৃতজ্ঞ আমি।
ক্ষমা করে দিও আমায়, হে জননী।
হাজারো সফল সন্তানের ভীড়ে,
হয়তো ভুলে যাবে- এই অক্ষম আমায়।
জানি- আসে যায় না কিছুই তোমার,
তবু শেষ আশ্রয় দিও তোমার গভীর জঠরে।
লেখকঃ-
এসএম রাজু আহমেদ
এডিশনাল এসপি, খুলনা জেলা পুলিশ।
১৬/৪/২২
খুলনা।