বানিয়াচংয়ে আউশ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ (১৬ এপ্রিল) শনিবার সকাল ১১ টায় উপজেলা কৃষি কর্মকর্তা কার্যালয়ের হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত ২০২১-২২ অর্থবছরে খরিপ-১ ২০২২-২৩ মৌসুমে উপজেলার অন্তর্ভুক্ত ৫শ’ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার (ডিএপি ও এমওপি) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আবুল কাশেম চৌধুরী বলেন, বর্তমান সরকার কৃষকদের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।কৃষকদের কষ্ট লাগব করতে নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করা হচ্ছে। বিনামূল্যে সার ও কীটনাশক বিতরণের মাধ্যমে কৃষকদের সহযোগিতা করা হচ্ছে। এতে কৃষি অর্থনীতি উন্নতির দিকে অগ্রসর হচ্ছে। এতে উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।