চুনারুঘাটে পরিত্যাক্ত অবস্তায় ১৯ টুকরা সেগুন গাছ জব্দ করেছে বনবিভাগ। আজ বৃস্পতিবার (১৪এপ্রিল) বেলা সাড়ে ১২টায় পৌরসভার অদুরে রাস্তার পাশ থেকে উদ্ধার করা হয়।
কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা খলিলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চুনারুঘাট পৌরসভার অদুরে রাস্তার পাশ থেকে পরিত্যাক্ত অবস্তায় ১৯ টুকরা সেগুন গাছ উদ্ধার করা হয়। যার পরিমান ২০ঘন ফুট হবে। পরে জব্দকৃত গাছ উদ্ধার করে চুনারুঘাট টহল অফিসে রাখা হয়েছে। এ বিষেয় মামলার প্রস্তুতি চলছে।
তিনি আরো জানান, গাছ পাচার রোধে কালেঙ্গা রেঞ্জ অফিস সব সময় সজাগ রয়েছে। গাছ পাচারের যেকোন তথ্য পেলে আমরা অভিযান চালিয়ে জব্দ করা হবে। কালেঙ্গা অভয়ারণ্যের গাছ রক্ষা করতে রাত-দিন আমাদের অভিযান অব্যাহত রয়েছে।