চুনারুঘাট ডেভেলাপম্যান্ট সোসাইটি, ইউকে”র উদ্যোগে শিক্ষক ও গবেষক কামাল আহমেদকে ১ লক্ষ ২ হাজার ৫’শ টাকা চিকিৎসার জন্য অনুদান প্রদান করা হয়েছে। আজ বুধবার কামাল আহমেদেন হাতে টাকা তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন-বীর মুক্তিযোদ্ধা ফয়েজুল তালুকদার, শিক্ষক আঃ সামাদ মাষ্টার, সাংবাদিক নুরুল আমিন, শিক্ষক আবিদ মিয়া সহ অনেকই।
কামাল আহমেদ আড়ং বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। সম্প্রতি জটিল রোগে তিনি আক্রান্ত হন। চিকিৎসার খরচ অনেক টাকা প্রয়োজন। অনেকেই তাঁর চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছেন।
প্রসঙ্গ,”চুনারুঘাট ডেভেলাপম্যান্ট সোসাইটি, ইউকে” প্রদত্ত ওই অর্থ সহায়তা প্রদানের সময় রাজার বাজারের আম্রকুঞ্জে শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠান চলছিলো।