ডিজিটাল চণ্ডিদাস
প্রকৌশলী কাজী মোঃ আবু ওবায়েদ
চণ্ডিদাস আর বায় না বরশী
রজকিনীর পুকুরে,
তাই বলে কি থেমে গেছে
প্রেমের নেশা আহহারে!
ডিজিটালের ছোঁয়ায় চন্ডি
বদলেছে তার প্রেমের ধাঁচ,
রজকিনী চেহারায় তার সেঁটে
দিচ্ছে রঙিন কাঁচ!
সুন্দরীদের ছবি সেঁটে
রজকিনী বড়শি বায়,
তার প্রেমেতে মত্ত হয়ে
চন্ডিদাস রাত কাটায়!
ডিজিটালের ছোঁয়ায় চন্ডি পড়ে-
রজকিনীর খপ্পরে,
লাইলী মজনু শিরি ফরহাদ
হাসছে শুয়ে কব্বরে!
আরও অনেক চন্ডি নাকি
ডিজিটালে কাটায় রাত,
ছেঁকা খেয়ে হারায় দিশা
নেশার দিকে বাড়ায় হাত!