হবিগঞ্জ সদর উপজেলার পৈল ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।আজবুধবার (২৩ মার্চ) বিকালে পৈল ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় পরিষদের নির্বাহী সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীমসহ অনেকই।
উক্ত হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপির হাতে ফুলের নৌকা তুলে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের যোগদান করেন পৈল ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ।