লাখাইয়ে যৌন হয়রানির দায়ে এক শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। আজ বুধবার (২৩মার্চ) ওই শিক্ষককের শাস্তি দাবি করে বিক্ষোভ করে ছাত্র ছাত্রীরা।পরিস্থিতি শান্ত করতেযে খানে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন ও ওসি সাইদুল ইসলাম।
জানা যায়, লাখাই উপজেলার বামৈ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুমিনুল হক নিটোল নামে এক শিক্ষক দীর্ঘ দিন যাবত ওই বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে যৌন হয়রানি করে আসছিলেন। যার প্রতিকার চেয়ে ইউএনও কাছে লিখিত অভিযোগ করেছে শিক্ষার্থীর পরিবার।
এরই প্রেক্ষিতে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন ইউএনও মোঃ শরীফ উদ্দিন।