উত্তম মধ্যম
প্রকৌশলী কাজী মোঃ আবু ওবায়েদ
কুকুরের কাজ কুকুর করেছে
কামড়ে দিয়েছে ঘারে,
তাই বলে কি কুকুরকে তাড়ানোর
মুগুর ছিল না ঘরে?
মুগুর যদি নাই বা ছিলো
পাশে কি ছিলোনা গাছ?
গাছ দিয়ে তো মুগুর বানানো
অতি সহজ কাজ।
গাছ যদি নাই বা থাকে
হরদম লাগাও গাছ,
কুকুর থেকে রক্ষা পাবে
আশা করি বারোমাস।
উন্নত বিশ্ব প্রতি নিয়ত
করে যায় গাছের চাষ,
মুগুর বানায় মুগুর বেঁচে
সুখে থাকে বারোমাস।
তারপরে ওরা ঝগড়া বাঁধায়ে
মুগুর বিক্রি করে,
অবুঝ বলে কিনছি মুগুর
মামবতা ধ্বংসের তরে।
লেখকঃ
প্রকৌশলী কাজী মোঃ আবু ওবায়েদ।
চুনারুঘাট পৌরসভার, হবিগঞ্জ।