চুনারুঘাটের আমতলি বাজার অভিযান চালিয়ে লিটন সাঁওতাল (৪২) নামে এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯। সোমবার (১৪ মার্চ) দুপুরে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর মিডিয়া অফিসার সোমেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করেন। র্যাব জানায়- ২০০৪ সালে বন আইন অমান্য করায় উপজেলার ফুলছড়ি বস্তি এলাকার বাসিন্দা জুনু সাঁওতালের ছেলে লিটন সাঁওতালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলা রুজুর পর মামলার সাক্ষীদের সাক্ষ গ্রহণ সম্পন্ন হলে অভিযোগ প্রমাণিত হয়। এতে হবিগঞ্জের বন বিচার আদালত-১ লিটন সাঁওতালকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানাসহ গ্রেফতারী পরোয়ানা জারী করেন। এরপর আত্মগোপনে চলে যায় লিটন। দীর্ঘ ১৮ বছর আত্মগোপনে থাকার পর শেষ রক্ষা হয়নি লিটনের। তার অবস্থান সম্পর্কে সন্ধান পায় র্যাব। রবিবার (১৩ মার্চ) দুপুরে র্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার আমতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে লিটন সাঁওতালকে গ্রেফতার করে। পরে তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে দীর্ঘ ১৮ বছর আত্মগোপনে থাকার পর শেষ রক্ষা হয়নি লিটনে
- চুনারুঘাট প্রতিনিধিঃ
- আপডেট সময় ০৩:৪১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
- ১৮৩ বার পড়া হয়েছে
ট্যাগস :