চুনারুঘাটে ‘ঐতিহাসিক ৭ই মার্চ দিবস’- ২০২২ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।চুনারুঘাট উপজেলার পরিষদ, উপজেলা প্রশাসন, চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগ,
চুনারুঘাট প্রেসক্লাব, চুনারুঘাট সাংবাদিক ফোরাম সহ বিভিন্ন সংগঠন পুষ্পার্ঘ্য অর্পণ করে।
এ সময় উপস্থিত ছিলেন-চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান, ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, পৌরসভার মেয়র সাইফুল আলম রুবেল, সহকারি কমিশনার (ভুমি) মিল্টন পাল, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আলী আশরাফ, চুনারুঘাট হাসপাতালের টিএইচও ডাক্তার মোজাম্মেল হোসেন, সমাজ সেবা অফিসার বারীন্দ্র চন্দ রায় সহ অনেকই।