শায়েস্তাগঞ্জ প্রতিনিধিঃ
শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন (১৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।আজ রবিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা এলাকায় ট্রাক চাপায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক বিদ্যুতের খুটি বহন কাজে নিয়োজিত শ্রমিককে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ছাড়াও আরও তিনজন আহত হয়েছেন।
নিহত আনোয়ার হোসেন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার আদিপুর গ্রামের বাসির আলীর পুত্র।
খরব পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতের লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে জানান, আমরা খবর পেয়ে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছেন।