হবিগঞ্জ ০৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঢাকায় জাতীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে চুনারুঘাটে জামায়াতে ইসলামীর প্রচার মিছিল Logo জন্মদিন: একটি আত্ম-অন্বেষণের উপলক্ষ-শিক্ষক সাখাওয়াত হোসেন Logo মশিউর রহমান খান জুমেলের পৃষ্ঠপোষকতায় চা-বাগানের সবুজের বুকে ‘বিউটিফুল চুনারুঘাট’ এর নামফলকের উদ্বোধন Logo চুনারুঘাটের এ.জেট.টি মডেল একাডেমির জমজ দুই বোনের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন Logo প্রাথমিকের স্কুলে পবিত্র আল-কোরআনের ভাস্কর্য Logo সুনামগঞ্জ-১ আসনে কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের নেতা আসাদ মুরাদ তালুকদার প্রার্থী হিসেবে আলোচনায় Logo আজমিরীগঞ্জে ইঁদুরের বিষ খেয়ে যুবকের আত্মহত্যা Logo চুনারুঘাটে বিএনপির দুই প্রয়াত নেতা রাজন ও জলিলের করব জিয়ারত করলেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম Logo মৃত্যুর আগ পর্যন্ত বিএনপি’র পতাকা তলে থেকেই মানুষের জন্য কাজ করতে চাই-সৈয়দ মোঃ ফয়সল Logo সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ কোর্ট ইন্সপেক্টর হলেন হবিগঞ্জের শেখ নাজমুল হক

চুনারুঘাটে কালবৈশাখী ঝড়ের তান্ডব, বজ্রপাতে ব্যাপক ক্ষয়ক্ষতি কৃষকের মৃত্যু 

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 3145728;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 35;

চুনারুঘাট উপজেলায় কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ঝড়ের তাণ্ডবে উপজেলার চান্দপুর সতং রাস্তায় ২০টি বিদ্যুৎএর  খুটি উপড়ে পড়ে যায়।
এতে বাগানসহ উপজেলার দক্ষিণে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে নেই। একই সময়ে  সাতছড়ি সড়কের  চন্ডীছড়া চা বাগান এলাকায়  ঝড়ের সময় গাছ ভেঙ্গে একটি নোহার উপর পড়ে যায় এতে চালক সহ  ৩ জন আহত হয়েছেন।
এদিকে বজ্রপাতে  উপজেলার  ১০নং মিরাশী ইউনিয়নের  রতনপুর গ্রামে কৃষি জমিতে কসজ করতে গিয়ে মস্তু মিয়া (৩৫) নামে এক কৃষক।
মস্ত  মিয়া ওই  গ্রামের  ইব্রাহিম উল্লার ছেলে। অপরদিকে  গাদিশাইল গ্রামের ফারুক মিয়ার একটি গাভীসহ বাছুর মারা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৩টার  দিকে আকস্মিক ঝড় ও বজ্রপাত শুরু হলে  উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
ঝড়ে বেশ কিছু গাছপালা উপড়ে পড়ে এবং বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে, যার ফলে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এতথ্য নিশ্চিত করেন চুনারুঘাট থানার ওসি নুর আলম বলেন, কৃষি জমিতে বজ্রপাতে একজন মারা যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে বজ্রপাতের ঘটনা বেড়েছে এবং জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
চুনারুঘাট উপজেলা  কৃষি অফিসার মাহিদুল ইসলাম বলেন , সব সময়ই কৃষকদের বজ্রপাতের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে হাওরে যেতে বলা হয়।
প্রাকৃতিক দুর্যোগের আগে কৃষকের মধ্যে ধান কাটা শেষ করার তাড়া থাকায় তাঁরা ঝুঁকি নিয়ে হাওরে যান। এ কারণে হতাহতের ঘটনা ঘটেছে।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।

ঢাকায় জাতীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে চুনারুঘাটে জামায়াতে ইসলামীর প্রচার মিছিল

চুনারুঘাটে কালবৈশাখী ঝড়ের তান্ডব, বজ্রপাতে ব্যাপক ক্ষয়ক্ষতি কৃষকের মৃত্যু 

আপডেট সময় ০৩:০০:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
চুনারুঘাট উপজেলায় কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ঝড়ের তাণ্ডবে উপজেলার চান্দপুর সতং রাস্তায় ২০টি বিদ্যুৎএর  খুটি উপড়ে পড়ে যায়।
এতে বাগানসহ উপজেলার দক্ষিণে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে নেই। একই সময়ে  সাতছড়ি সড়কের  চন্ডীছড়া চা বাগান এলাকায়  ঝড়ের সময় গাছ ভেঙ্গে একটি নোহার উপর পড়ে যায় এতে চালক সহ  ৩ জন আহত হয়েছেন।
এদিকে বজ্রপাতে  উপজেলার  ১০নং মিরাশী ইউনিয়নের  রতনপুর গ্রামে কৃষি জমিতে কসজ করতে গিয়ে মস্তু মিয়া (৩৫) নামে এক কৃষক।
মস্ত  মিয়া ওই  গ্রামের  ইব্রাহিম উল্লার ছেলে। অপরদিকে  গাদিশাইল গ্রামের ফারুক মিয়ার একটি গাভীসহ বাছুর মারা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৩টার  দিকে আকস্মিক ঝড় ও বজ্রপাত শুরু হলে  উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
ঝড়ে বেশ কিছু গাছপালা উপড়ে পড়ে এবং বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে, যার ফলে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এতথ্য নিশ্চিত করেন চুনারুঘাট থানার ওসি নুর আলম বলেন, কৃষি জমিতে বজ্রপাতে একজন মারা যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে বজ্রপাতের ঘটনা বেড়েছে এবং জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
চুনারুঘাট উপজেলা  কৃষি অফিসার মাহিদুল ইসলাম বলেন , সব সময়ই কৃষকদের বজ্রপাতের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে হাওরে যেতে বলা হয়।
প্রাকৃতিক দুর্যোগের আগে কৃষকের মধ্যে ধান কাটা শেষ করার তাড়া থাকায় তাঁরা ঝুঁকি নিয়ে হাওরে যান। এ কারণে হতাহতের ঘটনা ঘটেছে।