হবিগঞ্জ জেলা মৎস্যজীবী লীগ সভাপতি ও মাধবপুর উপজেলার বঙ্গবন্ধু একাডেমির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম জুয়েলকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
গতকাল সোমবার (১০ মার্চ) বিকেলে মাধবপুর উপজেলার শাহজীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মাধবপুর থানার ওসি আব্দুল্লা আল মামুন জানান, সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে থানায় সোর্পদ করেছে। তার বিরুদ্ধে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা, মারধর, অগ্নিসংযোগ, লুটপাট ও হত্যা মামলা রয়েছে।