চুনারুঘাট পৌরসভার ৬নং ওয়ার্ডের নির্বাচিত সাবেক কমিশনার ও চুনারুঘাট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস) এর সহ-সভাপতি মোঃ আব্দুল জলিল ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি…রাজিউন।
গতকাল সকাল সাড়ে ৯টায় স্ট্রোকজনিত কারণে সিলেট মাউন্ট এডোরা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী সাবেক মেয়র ও কেন্দ্রীয় বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ।
মরহুমের জানাজার নামাজ গতকাল বাদ আছর চুনারুঘাট সদর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।
জানাজায় অংশগ্রহণ করেন জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এনাম আহমেদ, চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন শাসছু, জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোঃ আব্দুল হাই, চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মীর সাহেব আলী, চুনারুঘাট ব্যকস-এর সভাপতি আব্দুস সালাম তালুকদার, সিনিয়র সহ-সভাপতি সিদ্দিকুর রহমান মাসুদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ হাজারো মুসল্লীয়ান।