চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি ইউনিয়নের দাড়াগাও নামক স্থানে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আবারও মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ সোমবার দুপুর ৩টায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া এবং সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর আলম মাহবুবের নেতৃত্বে এ যৌথ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, অভিযানকালে ইজারা বহির্ভূত স্থান হতে অবৈধভাবে মেশিন দ্বারা বালু উত্তোলনের কাজে ব্যবহৃত অন্তত ১৫ টি মেশিন এবং আনুমানিক ৩ হাজার ফুট প্লাস্টিক পাইপ বিনষ্ট ও অপসারণ করা হয়। এছাড়াও অভিযানে আনুমানিক ৩ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।