বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সেবা কর্তৃক বাস্তবায়িত মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন প্রকল্পের আওতায় চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ বারের মতো সফলভাবে অনুষ্ঠিত হলো প্লেটু বিজ্ঞান ক্লাব পুনঃগঠন ও বার্ষিক কর্মপরিকল্পনা সভা।
শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে আয়োজিত এই অনুষ্ঠানে ছিলো নানা মনোমুগ্ধকর কার্যক্রম।
মোঃ খালিদ হাসানের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব সুজিত চন্দ্র দেব ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব আনোয়ারুল ইসলাম। এছাড়াও বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন।
২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্লেটু বিজ্ঞান ক্লাবের উল্লেখযোগ্য কার্যক্রম উপস্থাপন করে অত্র ক্লাবের যুগ্ন সম্পাদক কৃত্তিকা পাল। নতুন বছরের কর্মপরিকল্পনা উপস্থাপন করে ক্লাবের সহ সভাপতি আনিকা তাবাসসুম ও সাধারণ সম্পাদক নাদিরা সুলতানা। বিজ্ঞান বিষয়ক কবিতা আবৃত্তি করে শ্রোতাদের মুগ্ধ করে ফাতেমা খানম রাইসা। বিজ্ঞান বিষয়ক বক্তৃতা প্রদান করে ক্লাবের কার্যকরী সদস্য মেহজাবিন সারওয়ার জারা আর দেশের গান পরিবেশন করে অর্পিতা দেবনাথ , যা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
অত্র ক্লাবটি দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজিব, ক্লাবের কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার জন্য পরিচালক হিসেবে যুক্ত হলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবিদ মুন্সি।
এই বছরের ক্লাব পরিকল্পনায় রয়েছে-
বিজ্ঞান মেলা।
বিজ্ঞান কুইজ।
বিজ্ঞান দেয়ালিকা।
বিজ্ঞান কর্মশালা।
মাসিক মিটিং।
পাঠচক্র।
অলিম্পিয়াডে অংশগ্রহণ ইত্যাদি।
উক্ত কার্যক্রমগুলো বর্তমান বছরের মধ্যে সম্পন্ন হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।