আলোকিত ডেস্কঃ আলেশা মার্টের টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে। পেমেন্ট গেটওয়ে এসএসএল কমার্সে আটকে থাকা ৯ গ্রাহককে ২৮ লাখ ৩৬ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ প্রক্রিয়ায় প্রাথমিকভাবে ৪৮৫ গ্রাহককে ১ হাজার ১৪৩টি লেনদেনের বিপরীতে ১০ কোটি ৬১ লাখ ৬০ হাজার ১৩৬ টাকা ফেরত দেওয়া হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এদিন টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। পর্যায়ক্রমে সব টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
টাকা ফেরত প্রক্রিয়ার উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ বলেন, একসময় মনে হয়েছে আমরা গ্রাহকের কোনো টাকা ফেরত দিতে পারবা না, কিন্তু আমরা বসে থাকিনি; চেষ্টা করে গেছি। তার সুফল পাচ্ছে গ্রাহকরা।
ডিজিটাল কমার্সের প্রধান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচএম সফিকুজ্জামান বলেন, মোট ৪২ কোটি টাকা পায় আলিশা মার্টের গ্রাহকরা, যা পেমেন্ট গেটওয়েতে আটকে ছিল। এর মধ্যে গত বছরের জুন পর্যন্ত ৩২ কোটি টাকা এবং জুলাই পরবর্তী সময়ে ১০ কোটি টাকা। আমরা প্রথম পর্বে এই ১০ কোটি টাকা ফেরত দেওয়া শুরু করলাম।
সূত্রঃ দৈনিক যুগান্তর