চুনারুঘাটে মাওলানা আব্দুল ওয়াব নব নির্মিত মসজিদের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় চুনারুঘাট পৌর শহরের দ্বি-মাগুরুন্ডা এলাকায় প্রতিষ্ঠিত মসজিদের উদ্বোধন করেন পৌরসভার সাবেক মেয়র মো: নাজিম উদ্দিন সামসু।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-আরব বাংলা গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান এন্ড সিইও মোহাম্মদ সাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন-অর্গানিক ডিজাইন লিমিটেড কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আব্দুস সালাম মিলন, সাংবাদিক জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী হাজী আজগর আলী, সামছুল ইসলাম সহ স্থানীয় এলাকাবাসী।
উল্লেখ্য, হাজী মোহাম্মদ হাজির উদ্দিন এন্ড আরব বাংলা গ্রুপের অর্থায়নে মাওলানা আব্দুল ওয়াব মসজিদের নির্মাণ করা হয়। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে উক্ত সংস্থা থেকে সহ প্রায় ২৩০টি মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, ঈদগাহ সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করা হয়েছে।