হবিগঞ্জ ০৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আগামীকাল শায়েস্তাগঞ্জে খোয়াই এয়ার ট্রাভেলসের হজ্জ প্রশিক্ষণ কর্মশালা Logo চুনারুঘাটে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন Logo মাধবপুরে এনজিও নিশান গ্রাহকের ২শ’ কোটি টাকা নিয়ে ৩ পরিচালক উধাও ! Logo চুনারুঘাটে জোরপূর্বক রাস্তা নিমার্ণের অভিযোগে আদালত ১৪৪ ধারা জারি Logo মাধবপুরে বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে বাঙ্গালির সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ Logo মাধবপুরে বর্ণিল আয়োজনে বিএনপি’র বর্ষ বরণ Logo নববর্ষ বরণে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের থাকছে পিঠা উৎসব সহ নানা আয়োজন Logo চুনারুঘাটে রাজার বাজার সরকারি স্কুলের শিক্ষককে যুবদল নেতার হুমকি, থানায় অভিযোগ Logo শারীরিক শিক্ষাঃ প্রয়োজনীয়তা ও মূল্যায়ন-সিনিয়র শিক্ষক সাইফুর রহমান Logo সহকারি অধ্যাপক ডাঃ হিরন্ময় দাশ লন্ডন থেকে এম,আর,সি,পি ডিগ্রি অর্জন

চুনারুঘাটে সেনাবাহিনীর সহায়তায় পুলিশি কার্যক্রম শুরু: ওসি সহ কাজে ফিরছেন ৪৫জন

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (0.065092415, 0.6446355);sceneMode: 3145728;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 46;

 

দীর্ঘ এক সপ্তাহ পর হবিগঞ্জের চুনারুঘাট থানাতে পুলিশি কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ৩৬০ পদাতিক বিগেড এর ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আলী হায়দার সিদ্দিকী এসবিপি, এএফডব্লিউসি, এমফিল কমান্ডার এর সহায়তায় কাজে ফিরেছে পুলিশ।

আজ (১৪ আগস্ট) বুধবার চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি হিল্লোল রায় সহ ৪৫ জন পুলিশ কাজে যোগদান করেছেন।

যোগদানের পর দুপুর দুইটায় থানা প্রাঙ্গণে পুলিশের সঙ্গে ব্রিফ করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৩৬০ ব্রিগ্রেডের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল আলী হায়দার সিদ্দিকী। তিনি পুলিশের উদ্দেশ্যে বলেন, পিছনের সবকিছু ভুলে মানসিকতা পরিবর্তন করতে হবে, মানসিকতা পরিবর্তন করে নব উদ্যমে কাজ শুরু করেন তাহলে মানুষ পুলিশকে শ্রদ্ধা ও সম্মান করবে।

বিভিন্ন কারণে বাংলাদেশ পুলিশের আজকের এই পরিস্থিতি, কেন হয়েছে, কি কারনে হয়েছে, আপনারা ভালো জানেন আমার বলতে হবে না। এই পরিস্থিতি উত্তরণে বাংলাদেশ পুলিশ সে আগের মত আন্তরিকভাবে জনগনের কণ্যানে কাজ করতে হবে।

তাহলে পুলিশ জনগণের আস্থার একটা প্রতীকে পরিণত হবে। কাজেই যা হয়েছে আপনাদের ও বন্ধু-বান্ধব যাদের ক্ষতি হয়েছে, পুর্বের সবকিছু ভুলে যেতে হবে। সবকিছু ভুলে গিয়ে আন্তরিকভাবে জনগণের সেবা দিবেন, দেশের জন্য জনগণের জন্য কাজ করেন, তাহলে জনগণের আস্থার প্রতীকে পরিণত হবেন।

আজকে যারা যোগদান করেছেন বা যারা বাকি রয়েছেন সবাই সম্মিলিতভাবে জনগণের কল্যাণে কাজ করবেন আমরা আপনাদের সহযোগিতা করবো। এর আগে ৩৬০ পদাতিক ব্রিগেড এর ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আলী হায়দার সিদ্দিকী এসবিপি, এএফডব্লিউসি, এমফিল কমান্ডার কে কে ফুল দিয়ে বরণ করেন হবিগঞ্জের পুলিশ সুপার মো: আক্তার হোসেন ও থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায়।

এসময় উপস্থিত ছিলেন ৬ বীর পিএসসি কমান্ডিং অফিসার মেজর মোঃ শাহিন আলম সহ সেনাবাহিনীর বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

আগামীকাল শায়েস্তাগঞ্জে খোয়াই এয়ার ট্রাভেলসের হজ্জ প্রশিক্ষণ কর্মশালা

চুনারুঘাটে সেনাবাহিনীর সহায়তায় পুলিশি কার্যক্রম শুরু: ওসি সহ কাজে ফিরছেন ৪৫জন

আপডেট সময় ০৭:৫৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪

 

দীর্ঘ এক সপ্তাহ পর হবিগঞ্জের চুনারুঘাট থানাতে পুলিশি কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ৩৬০ পদাতিক বিগেড এর ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আলী হায়দার সিদ্দিকী এসবিপি, এএফডব্লিউসি, এমফিল কমান্ডার এর সহায়তায় কাজে ফিরেছে পুলিশ।

আজ (১৪ আগস্ট) বুধবার চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি হিল্লোল রায় সহ ৪৫ জন পুলিশ কাজে যোগদান করেছেন।

যোগদানের পর দুপুর দুইটায় থানা প্রাঙ্গণে পুলিশের সঙ্গে ব্রিফ করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৩৬০ ব্রিগ্রেডের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল আলী হায়দার সিদ্দিকী। তিনি পুলিশের উদ্দেশ্যে বলেন, পিছনের সবকিছু ভুলে মানসিকতা পরিবর্তন করতে হবে, মানসিকতা পরিবর্তন করে নব উদ্যমে কাজ শুরু করেন তাহলে মানুষ পুলিশকে শ্রদ্ধা ও সম্মান করবে।

বিভিন্ন কারণে বাংলাদেশ পুলিশের আজকের এই পরিস্থিতি, কেন হয়েছে, কি কারনে হয়েছে, আপনারা ভালো জানেন আমার বলতে হবে না। এই পরিস্থিতি উত্তরণে বাংলাদেশ পুলিশ সে আগের মত আন্তরিকভাবে জনগনের কণ্যানে কাজ করতে হবে।

তাহলে পুলিশ জনগণের আস্থার একটা প্রতীকে পরিণত হবে। কাজেই যা হয়েছে আপনাদের ও বন্ধু-বান্ধব যাদের ক্ষতি হয়েছে, পুর্বের সবকিছু ভুলে যেতে হবে। সবকিছু ভুলে গিয়ে আন্তরিকভাবে জনগণের সেবা দিবেন, দেশের জন্য জনগণের জন্য কাজ করেন, তাহলে জনগণের আস্থার প্রতীকে পরিণত হবেন।

আজকে যারা যোগদান করেছেন বা যারা বাকি রয়েছেন সবাই সম্মিলিতভাবে জনগণের কল্যাণে কাজ করবেন আমরা আপনাদের সহযোগিতা করবো। এর আগে ৩৬০ পদাতিক ব্রিগেড এর ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আলী হায়দার সিদ্দিকী এসবিপি, এএফডব্লিউসি, এমফিল কমান্ডার কে কে ফুল দিয়ে বরণ করেন হবিগঞ্জের পুলিশ সুপার মো: আক্তার হোসেন ও থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায়।

এসময় উপস্থিত ছিলেন ৬ বীর পিএসসি কমান্ডিং অফিসার মেজর মোঃ শাহিন আলম সহ সেনাবাহিনীর বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ।