হবিগঞ্জ ০৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আগামীকাল শায়েস্তাগঞ্জে খোয়াই এয়ার ট্রাভেলসের হজ্জ প্রশিক্ষণ কর্মশালা Logo চুনারুঘাটে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন Logo মাধবপুরে এনজিও নিশান গ্রাহকের ২শ’ কোটি টাকা নিয়ে ৩ পরিচালক উধাও ! Logo চুনারুঘাটে জোরপূর্বক রাস্তা নিমার্ণের অভিযোগে আদালত ১৪৪ ধারা জারি Logo মাধবপুরে বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে বাঙ্গালির সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ Logo মাধবপুরে বর্ণিল আয়োজনে বিএনপি’র বর্ষ বরণ Logo নববর্ষ বরণে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের থাকছে পিঠা উৎসব সহ নানা আয়োজন Logo চুনারুঘাটে রাজার বাজার সরকারি স্কুলের শিক্ষককে যুবদল নেতার হুমকি, থানায় অভিযোগ Logo শারীরিক শিক্ষাঃ প্রয়োজনীয়তা ও মূল্যায়ন-সিনিয়র শিক্ষক সাইফুর রহমান Logo সহকারি অধ্যাপক ডাঃ হিরন্ময় দাশ লন্ডন থেকে এম,আর,সি,পি ডিগ্রি অর্জন

নিজের পালিত গরু এমপি সুমনকে উপহার দিলেন এক ভক্ত

হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে আব্দুল আউয়াল চিশতি নামে এক ভক্ত গরু উপহার দিয়েছেন। আজ (১৪ জুন) শুক্রবার দুপুরে এমপির বাসভবনে এ গরুটি উপহার হিসেবে পৌঁছে দেন।

ওই ভক্তের বাড়ি চুনারুঘাট উপজেলার গাজিপুর ইউনিয়নের মধ্য ডুলনা। তার নাম আব্দুল আউয়াল চিশতি(৫০) । তিনি ওই এলাকার মৃত শাহাজ উদ্দিন ভান্ডারীর পুত্র।

এমপি সুমন বলেন, বিশাল বড় একটি গরু উপহার দিয়েছেন আমার এক ভক্ত। এমন গরু উপহার দিতে কলিজা লাগে । তিনি ওই গরুটি ওই ভক্তর ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়েই গরুটিকে উপহার হিসেবে গ্রহণ করেছেন এমপি ব্যারিস্টার সুমন।

এমপি ব্যারিস্টার সুমন তার ভালবাসায় খুশি হয়েছেন এবং আব্দুল আওয়াল চিশতির বিরল ভালোবাসার জন্য ধন্যবাদ জানিে ছেন। গরুটি আপাতত বাসায় থাকবে এবং ঈদুল আজহায় সেখানেই কোরবানি দেওয়া হবে।

এমপি স্থানীয় গরিব ও অসহায় মানুষের মাঝে গরুর মাংস বিতরণ করবেন বলে জানাগেছে । ভক্ত আব্দুল আউয়াল চিশতি জানান, গরুটি দীর্ঘ বছর ধরেই লালন-পালন করছেন। তিনি শুরু থেকেই আশা করছেন এমপিকে গরুটি উপহার দিবেন। সেই গরুটি উপহার দিয়ে বেশ খুশি তিনি।

একই সাথে তিনি এমপিকে তার বাড়িতে নিমন্ত্রণ জানিয়েছেন। তিনি জানান, এমপি বাড়িতে যদি যান তাহলে তার উপহার দেয়া স্বার্থক মনে করবেন।

জানাগেছে গরুটি শাহিওয়াল জাতের। এই গরুতে প্রায় ৩০০ কেজির মতো মাংস হতে পারে। এমপির প্রতি আবেগ ও ভালোবাসা থেকেই তিনি এই গরুটি কিনে লালন-পালন করেছেন এবং তার গরুটি উপহার হিসেবে গ্রহণ করায় এমপি সুমনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ওই ভক্ত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

আগামীকাল শায়েস্তাগঞ্জে খোয়াই এয়ার ট্রাভেলসের হজ্জ প্রশিক্ষণ কর্মশালা

নিজের পালিত গরু এমপি সুমনকে উপহার দিলেন এক ভক্ত

আপডেট সময় ১১:৫৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪

হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে আব্দুল আউয়াল চিশতি নামে এক ভক্ত গরু উপহার দিয়েছেন। আজ (১৪ জুন) শুক্রবার দুপুরে এমপির বাসভবনে এ গরুটি উপহার হিসেবে পৌঁছে দেন।

ওই ভক্তের বাড়ি চুনারুঘাট উপজেলার গাজিপুর ইউনিয়নের মধ্য ডুলনা। তার নাম আব্দুল আউয়াল চিশতি(৫০) । তিনি ওই এলাকার মৃত শাহাজ উদ্দিন ভান্ডারীর পুত্র।

এমপি সুমন বলেন, বিশাল বড় একটি গরু উপহার দিয়েছেন আমার এক ভক্ত। এমন গরু উপহার দিতে কলিজা লাগে । তিনি ওই গরুটি ওই ভক্তর ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়েই গরুটিকে উপহার হিসেবে গ্রহণ করেছেন এমপি ব্যারিস্টার সুমন।

এমপি ব্যারিস্টার সুমন তার ভালবাসায় খুশি হয়েছেন এবং আব্দুল আওয়াল চিশতির বিরল ভালোবাসার জন্য ধন্যবাদ জানিে ছেন। গরুটি আপাতত বাসায় থাকবে এবং ঈদুল আজহায় সেখানেই কোরবানি দেওয়া হবে।

এমপি স্থানীয় গরিব ও অসহায় মানুষের মাঝে গরুর মাংস বিতরণ করবেন বলে জানাগেছে । ভক্ত আব্দুল আউয়াল চিশতি জানান, গরুটি দীর্ঘ বছর ধরেই লালন-পালন করছেন। তিনি শুরু থেকেই আশা করছেন এমপিকে গরুটি উপহার দিবেন। সেই গরুটি উপহার দিয়ে বেশ খুশি তিনি।

একই সাথে তিনি এমপিকে তার বাড়িতে নিমন্ত্রণ জানিয়েছেন। তিনি জানান, এমপি বাড়িতে যদি যান তাহলে তার উপহার দেয়া স্বার্থক মনে করবেন।

জানাগেছে গরুটি শাহিওয়াল জাতের। এই গরুতে প্রায় ৩০০ কেজির মতো মাংস হতে পারে। এমপির প্রতি আবেগ ও ভালোবাসা থেকেই তিনি এই গরুটি কিনে লালন-পালন করেছেন এবং তার গরুটি উপহার হিসেবে গ্রহণ করায় এমপি সুমনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ওই ভক্ত।