হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস খাদে পরে অন্তত ১০ জন আহত হয়েছেন।
আজ (৭ ডিসেম্বর) বৃহস্পতিবার বেলা ২টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের সুদিয়াখলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শিরা জানান, হবিগঞ্জ থেকে সিলেটগামী হবিগঞ্জ বিরতিহীন এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ওই স্থানে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে ছিটকে পড়ে যায়। এতে যাত্রী আহতের ঘটনা ঘটে।
আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেছেন ফায়ার সার্ভিসের লোকজন।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।