হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাণীগাঁও গ্রামীণ ব্যাংক শাখার সদস্যদের মাঝে প্রায় ১৩ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।
জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকি উদযাপন উপলক্ষে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানের নির্দেশনায় সারাদেশে সদস্যদের মাঝে ৩ কোটি চারা বিতরণ করা হয়।
এর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার সকালে ১২ হাজার ৮শত ৫৯টি ফলজ-বনজসহ বিভিন্ন প্রজাতির চারাগাছ বিতরণ করা হয়।
চারা বিতরণে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক চুনারুঘাট-রাণীগাঁও শাখার ম্যানেজার মোহাম্মদ কলিম উদ্দিন, চুনারুঘাট উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক ও রাণীগাঁও ইউনিয়ন আওয়ীমীলীগের জয়েন্ট সেক্রেটারী এবং চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটিরি যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক মাহমুদ, ব্যাংক স্টাফ তানভীর হোসেন, অলিউর রহমান, ইন্দ্রজিৎ দাস, মোঃ তাহির, সহ রাণীগাঁও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।