বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মাধবপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ করা হয়।
পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালীটি উপজেলার সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়। সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলা অডিটোরিয়াম এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মন্জুর আহ্সান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ইয়াসিন হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম ইশতিয়াক মামুন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়,যুবলীগ সভাপতি ফারুক পাঠান,মাধবপুর উপজেলা প্রেসক্লাব এর যুগ্ম আহবায়ক শংকর পাল চৌধুরী প্রমূখ।
এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে, র্যালি,বৃক্ষ রোপন, চিত্রাঙ্কন প্রতেযোগিতাসহ বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত হচ্ছে।