চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের চৌধুরী গাঁও যুব সমাজের উদ্যোগে মিনিবার টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকাল ৪টায় উক্ত টিভিকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন-রানীগাও ইউপি চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান রিপন।
বিশেষ অতিথি ছিলেন, মাষ্টার চৌধুরী ইউসুফ রেজা মামুন, চুনারুঘাট রিপোটার্স ইউনিটির জয়েন্ট সেক্রেটারী ও উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক ৯নং রানীগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি এবং সর্বদলীয় নাগরিক ঐক্য পরিষদ রাণীগাঁও এর সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক মাহমুদ, ৩নং ওয়ার্ডের মেম্বার এস এম সুলতান খান , ইউপি সদস্য ইউসুফ আলী সুরুজ, ইউপি সদস্য জাহাঙ্গির আলম, পরিচালনায় ও ভাষ্যকারে ছিলেন সাবেক ফুটবলার চুনারুঘাটের শফিউল আলম সাপী, এতে অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার চন্দ্র কুমার দেব নাথ, রানীগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদুজ্জামান কাউসার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মাষ্টার বদিউজ্জামান সুমন, প্রবাসী ইন্দ্রু কুমার দেব নাথ, রানীগাঁও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও অত্র খেলা কমিটির পরিচালক হাবিব চৌধুরী, রানীগাঁও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মামুন পারভেজ, ছাত্রদল নেতা, সাজু, মুস্তাক, জাবেদ, রাণীগাঁও ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ও খেলা পরিচালক সাব্বির হোসেন, বিশিষ্ট মুরব্বি ঈমান আলী, খেলা পরিচালনার কমিটির নিরব, লিমনচৌধুরী,জাকির, মোজাম্মেল, তানভীর, সাকিব, রাসেল, তানভীর জমাদার, যুবসমাজ ও এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গসহ অনেকেই।
উক্ত টুর্নামেন্ট খেলায় ১৬টি টিম অংশ গ্রহণ করে। আজ পাইনাল খেলায় অংশগ্রহন করেছে আছিপুর একাদশ বনাম ১৯ রাণীগাঁও, এতে ট্রাইবেকারে ২-০ গোলে আছিপুর একাদশ বিজয়ী হয়েছে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অথিতিরা।