মাধবপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সভা উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুস সাত্তার বেগ এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন,কৃষি অফিসার আল মামুন হাসান,জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সুকোমল রায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়,যুবলীগ সভাপতি ফারুক পাঠান, মাধবপুর উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম আহবায়ক দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি শংকর পাল চৌধুরী, যুগ্ম আহবায়ক দৈনিক সময়ের আলোর জুলহাস উদ্দীন রিংকু, দৈনিক দেশ রূপান্তরের জালাল উদ্দিন লস্কর, দৈনিক ভোরের পাতার শেখ জাহান রনি, প্রমুখ।