চুনারুঘাট উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার (২ ডিসেম্বর) দিনব্যাপী এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারেরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি।এর মধ্যে সাটিয়াজুরী ইউনিয়নের বাসুদেবপুর, ছিলামী, কাইচনাজুরী রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন। পরে ৬নং সদর ইউনিয়ন পরিষদের খোয়াই বাঁধের প্রায় অর্ধ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি। দুপুরে উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় তিনি বলেন -বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সকলের জন্য দোয়া প্রার্থনা করেন। তিনি সকলকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও নৌকা মার্কায় ভোট দিয়ে পাশে থেকে উন্নয়নের অংশীদার হওয়ার আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলী, প্রতিমন্ত্রীর এপিএস মোচ্ছাব্বীর হোসেন বেলাল, থানার অফিসার ইনচার্জ আলী আশরাফ, ২নং ইউনিয়ন চেয়ারম্যান জাকির হোসেন পলাশ, ৮নং সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দালুর রহমান আবদাল, ৯নং রানীগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।