বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপির সুস্থতা কামনা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (8 নভেম্বর) মঙ্গলবার সন্ধা ৭টায় উপজেলার মুড়াবন্দ মাজারে সাটিয়াজুরী ইউনিয়ন যুবলীগে উদ্যোগে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ মহালদারের সার্বিক সহযোগিতায় এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন-হবিগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ালীগের যুগ্ন সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, চুনারুঘাট উপজেলা আওয়ালীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলী, যুগ্ন সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সজল দাস, রানীগাঁও ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, সাটিয়াজুরী ইউনিয়ন যুবলীগের সভাপতি কাওছার আহমদে, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক সুহেল আরামন, যুবলীগ নেতা মোঃ আব্দুল্লাহ, মোতাব্বির হোসেন, তাহের আহমেদ, শফিকুর রহমানসহ ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বর্তমানে প্রতিমন্ত্রী মাহবুব আলী হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।