চুনারুঘাটের বিশিষ্ট সমাজসেবক ও অনদা ইনকস কোম্পানি লিঃ এর এমডি এমএ মালেকের বড় ভাই বিশিষ্ট মুরুব্বি মরহুম হাজী আব্দুল মতিনের কুলখানি সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার দুপুরে উত্তর নরপতি নিজ বাড়িতে এ উপলক্ষে মিলাদ মাহফিল, দোয়া ও মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-হবিগঞ্জ কোর্টের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর জজ জাহিদ হাসান, কানাডা আওয়ামী লীগের সভাপতি সরওয়ার হোসেন, এডিশনাল এসপি ইন-চার্জ মোঃ মোমিন, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম আকবর হোসেন জিতু, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ লিয়াকত হাসান, পিএসসির ডাইরেক্টর কাজী তোফায়েল আহমেদ, চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ, ওসি তদন্ত গোলাম মোস্তফা, চুনারুঘাট প্রেসক্লাবের সেক্রেটারি জাহাঙ্গীর আলম, সাবেক প্রধান শিক্ষক আব্দুল আওয়াল, সাবেক চেয়ারম্যান কাউছার আহমেদ, লিটন চৌধুরী, ইতালি প্রবাসী টিপু আহমেদ, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন পলাশ, ডাঃ মুসলিম উদ্দিন, ইংল্যান্ড প্রবাসী জালাল রহমান, আলী ওমর সহ আরো অনেকে।
এম.এ মালেক ও উনার ভাই আমেরিকা প্রবাসী মোহাম্মদ রউফ এবং আব্দুস শহীদ তাদের পরিবারের জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।