মাধবপুর উপজেলার গোবিন্দপুর হাফিজিয়া মাদ্রাসার মোড় থেকে ২ কেজি ভারতীয় গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃতরা হল রাজবাড়ী জেলা ও থানার মাটিপাড়া বেতুলিয়া গ্রামের আব্দুর রাজ্জাক কাজীর ছেলে কাজী মফিজুল(১৯) এবং একই জেলা থানার মোল্লপোড়া গ্রামের মোঃ বিকুল মিয়ার ছেলে শরিফুল মিয়া (১৯)।
বিজিবি সরাইল ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস কবির পিএসসি জানান, আ শনিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে ধর্মঘর বিওপির হাবিলদার সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিজিবির টহলদল উপজেলার ধর্মঘর ইউনিয়নের ১৯৯৭ মেইন পিলার হতে আনুমানিক ৯শত গজ বাংলাদেশের অভ্যন্তরে গোবিন্দপুর হাফিজিয়া মাদ্রাসার মোড় এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত ২ মাদক পাচারকারীকে আটক করে এবং তাদের নিকট থাকা স্কুল ব্যাগ তল্লাশি করে ২ কেজি গাঁজা উদ্ধার করে।
আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।