চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়ন সহ ৭টি ইউনিয়ন আওয়ামী লীগের আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে।উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক পিপি অ্যাডভোকেট এম আকবর হোসেইন জিতু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার আলী বুধবার রাতে কমিটিগুলোর অনুমোদন দেন।
মিরাশী ইউনিয়ন আওয়ামী লীগের অনুমোদিত কমিটির সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইদ্রিছ আলী আলতা মিয়া, সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ মানিক মিয়া (সাবেক মেম্বার)সাধারণ সম্পাদক পদে মাস্টার আহাদুজ্জামান খান মাসুক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাবেক (এজিএস) আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন ও মোঃ মানিক মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে মাস্টার মোঃ রফিকুল ইসলাম ও মোঃ সাদেকুর রহমান আংশিক কমিটি অনুমোদন প্রাপ্ত হন।
অনুমোদনপত্রে কমিটি ঘোষণার তারিখ হতে প্রত্যেক ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকে দ্রুততম সময়ের মধ্যে গঠনতন্ত্র মোতাবেক পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের বরাবরে প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে।