প্রাণিসম্পদ সেবা সম্প্রসারণের লক্ষ্যে মাধবপুর উপজেলায় নির্বাচিত ৩০ জনকে প্রাথমিক চিকিৎসা কোর্সের ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩০মে) উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান। এই সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর সাত্তার বেগ, জাইকার কর্মকর্তা মোঃ মামুন, কার্যক্রম সংশ্লিষ্ট প্রশিক্ষণার্থী কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান বলেন, সেবা প্রদানের ক্ষেত্রে নিজ নিজ দায়বদ্ধতার জায়গা থেকে সংশ্লিষ্ট নির্বাচিত প্রশিক্ষণার্থীদের কাজ করতে হবে। একইসাথে মানুষ হিসেবে আমরা নিজের জন্য অন্যের কাছ থেকে যা কিছু প্রত্যাশা করি সে দৃষ্টিভঙ্গি নিয়ে সেবাপ্রার্থীদের সেবা দেয়া নিশ্চিত করতে হবে।
কর্মশালায় প্রাথমিক চিকিৎসা সেবা ধারণা বাস্তবায়নের অভিজ্ঞতা তুলে ধরেন ।