দলের আদর্শ পরিপন্থী হয়ে বিদ্রোহী হয়ে পৌর ও উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় চারজনকে আওয়ামী লীগ নেতাকে অব্যাহতি দিয়েছে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ। আজ শনিবার (২১ মে) হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের সিদ্ধান্ত অমান্য করে হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে, হবিগঞ্জ সদর উপজেলা, বানিয়াচং উপজেলা ও চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী হয়ে নির্বাচনে অংশ নেওয়ায় হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি নিলাদ্রি শেখর পুরকায়স্থ টিটু, সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, বানিয়াচং উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান ও চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু তাহেরকে স্বীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। এদিকে অব্যাহতি দিয়ে হবিগঞ্জ পোর আওয়ামী লীগের শূণ্য পদে হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক আশুতোষ অধিকারী শংকরকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আংগুর মিয়াকে উপজেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগে যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আলীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের নেতৃত্বে চলমান ইউনিয়ন সম্মেলনসহ সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নির্দেশনা প্রদান করেছে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ।
সংবাদ শিরোনাম ::
পৌর ও উপজেলা নির্বাচন করায় হবিগঞ্জের ৪ বিদ্রোহী নেতাকে অব্যাহতি দিয়েছে জেলা আওয়ামীলীগ
-
হবিগঞ্জ প্রতিনিধি:
- আপডেট সময় ০১:৩২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
- ১৮৫ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ